গুঞ্জনই সত্যি, বিচ্ছেদ হয়েছে শাকিব-বুবলির
৮ মাস আগেই আলোচিত-সমালোচিত নায়ক শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলির বিবাহ বিচ্ছেদ হয়েছে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তাদের ঘনিষ্ঠ একটি সূত্র।
শাকিব খান ও বুবলীর ঘনিষ্ঠ সূত্র এই তারকা দম্পতির ডিভোর্সের খবরটি জানালেও তার পরিচয় প্রকাশ করতে রাজি হননি।
বুবলির ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ২০১৮ সালের ২০ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ দম্পতি। ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদ খান বীর জন্মগ্রহণ করে।
শাকিব খান ও শবনম বুবলী
এক সঙ্গে শুটিংয়ে ফিরলেন শাকিব-বুবলী
সম্প্রতি নিজেদের পুত্র শেহজাদ খান বীরকে প্রকাশ্যে নিয়ে আসেন এ তারকা দম্পতি। তারপরই গুঞ্জন উঠে তাদের বিচ্ছেদের। এসময় আরেক নায়িকা পূজা চেরির সঙ্গেও শাকিবের সম্পর্কের গুঞ্জন উঠে বিভিন্ন মহলে।
জানা যায়, গত বছর থেকেই দুই জনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। সম্প্রতি লিডার আমিই বাংলাদেশ সিনেমার একটি গানে একসঙ্গে শুটিংও করেন তারা। তবে এসময় তারা পরস্পরের সঙ্গে অভিনয় ছাড়া কোনো কথা বলেননি।
শাকিব খান ও শবনম বুবলী
শাকিব-বুবলীর সংসারেও ভাঙন, নেপথ্যে পূজা চেরি!
জানা যায়, গলুই সিনেমায় কাজ করার সময়ে নায়িকা পূজা চেরির সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব খান। গলুইয়ের শুটিং শেষ করেই আমেরিকায় পাড়ি জমান তিনি। সেখান থেকেই পূজার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন শাকিব। সে সময় বেশ কয়েকবার আমেরিকায় যাওয়ার চেষ্টাও করেন পূজা। কিন্তু ভিসা না পাওয়ায় যাওয়া হয়নি তার।
গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব। দেশে এসেই আবারও পূজার সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ করতে থাকেন। এবার পূজাকে নিয়ে আমেরিকায় যাওয়ার পরিকল্পনাও করছেন তিনি। জানা গেছে, পূজা যুক্তরাষ্ট্রের ভিসাও পেয়ে গেছেন। সব ঠিক থাকলে আগামী মাসেই আমেরিকা পাড়ি জমাবেন শাকিব-পূজা।