ভারতের কাছে হার বাংলাদেশের, সেমিতে যাওয়া নিয়ে শঙ্কা
নারী এশিয়া কাপে ভারতের কাছে হারল বাংলাদেশ। আজ শনবিার সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশকে ৫৯ রানে হারিয়েছে ভারত। এর ফলে সেমি ফাইনালে যাওয়া নিয়ে নিয়ে শঙ্কায় পড়ল বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ভারতকে জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯১ রান করে ভারত। ৪৭ রান করে আউট হন স্মৃতি।
এরপর রানের গতি কিছুটা কমলেও ফিফটি তুলে নেন শেফালি ভার্মা। ৫৫ রান করা শেফালিকে বোল্ড করেন বাংলাদেশি লেগ স্পিনার রুমানা আহমেদ। রিচা ঘোষকেও আউট করেন তিনি। তবে জেমিনা রদ্রিগেজ ২৪ বলে ৩৫ রান করেন। এতে ভারতের মোট সংগ্রহ দাঁড়ায় ১৫৯ রানে।
১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নামে বাংলাদেশ। ২৫ বলে ২১ রান করে আউট হন মুর্শিদা। ৩০ রান করে ফারজানা আউট হন দীপ্তি। অধিনায়ক নিগার সুলতানা ২৯ বলে ৩৬ রান করলেও তা ম্যাচ জয়ের ধারেকাছেও নিতে পারেনি দলকে। ১০০ রানে থেমে যায় বাংলাদেশ।
সাত দলের এ টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের সেরা চার দল খেলবে সেমি ফাইনাল। ভারতের বিপক্ষে খেলার আগে প্রথম তিন ম্যাচের দুই ম্যাচ হেরে বাংলাদেশের অবস্থান ছিল চার নম্বরে। বড় ব্যবধানে আজ ভারতের কাছে হেরে পয়েন্ট টেবিলে না পেছালেও রান রেটে ব্যাপক পিছিয়ে গেছে বাংলাদেশ। আর এর ফলেই সেমি ফাইনালে যাওয়া নিয়ে ভাবতে হচ্ছে ফারজানা-তৃষ্ণাদের। কারণ সমান ৪ পয়েন্ট আছে থাইল্যান্ডেরও।