ইমরানের ওপর হামলার প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ চলছে। আগাম নির্বাচনের দাবিতে আজ বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ইমরানসহ কয়েকজন নেতা গুলিবিদ্ধ হন।
ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার পরপরই পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। ডনের খবর, বেলুচিস্তানের কোয়েটা শহরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। সেখানকার বিমানবন্দর সড়ক বন্ধ করে দিয়েছেন বিক্ষোভকারীরা।
রাওয়ালপিন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লার বাড়ির বাইরেও জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ চলছে ফয়সালাবাদেও। সেখানে বিক্ষোভের নেতৃত্বে আছেন পিটিআই নেতা ফারুখ হাবিব।
করাচিতেও চলছে বিক্ষোভ। সেখানকার শারে ফয়সাল, নর্থ নাজিমাবাদ, লন্ধি, কাউইদাবাদ, নর্থ করাচি, হাব রিভার রোড ও মাউরিপুরে ব্যাপক বিক্ষোভ হচ্ছে।
চখাইবার পাখতুনখাওয়া প্রদেশেও বিক্ষোভ হচ্ছে। পেশোয়ারের সেনা কমান্ডারে বাড়ির বাইরেও বিক্ষোভ হচ্ছে বলে শোনা গেছে।
ওই হামলায় ইমরান খানসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান ইসমাইল জানান, ইমরান খানের পায়ে অন্তত ৩ থেকে ৪টি গুলি লেগেছে। এ ছাড়া পিটিআইয়ের সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ ছাত্তাহ আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ডন জানায়, হামলাকারী ইমরান খানকে বহন করা কন্টেইনার লক্ষ্য করে একে-৪৭ দিয়ে গুলি করেন।