ইসরায়েলের নির্বাচন : ক্ষমতায় ফিরছেন নেতানিয়াহু
ইসরায়েলের আবারও সরকার গঠন করতে যাচ্ছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ডানপন্থী এই নেতার নেতৃত্বাধীন কোয়ালিশন দল ইসরায়েলি নির্বাচনে জয় পেয়েছে। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ১২০টি আসনের মধ্যে ৬৪টি আসন পেয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোয়ালিশন দল। তার প্রতিদ্বন্দ্বী ইয়াইর লাপিদ ও তার সহযোগী দলগুলো পেয়েছে ৫১টি আসন। এই দুই নেতাকে সমর্থন না দেওয়া হাদাশ পার্টি পেয়েছে বাকি পাঁচটি আসন।
আগামী ৯ নভেম্বরে আনুষ্ঠানিকভাবে ফল নথিভুক্ত হলে দলগুলোর সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করবেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।
এদিকে নির্বাচনের ফল প্রকাশের পর নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ।
জেরুজালেমে লিকুদ পার্টির দলীয় কার্যালয়ে বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সমর্থকরা।
ইসরায়েলে নির্বাচন : বুথফেরত জরিপে এগিয়ে নেতানিয়াহু
এর আগে টানা ১২ বছর ক্ষমতায় থাকার পর গত বছর প্রধানমন্ত্রিত্ব থেকে পদচ্যুত হয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ইসরায়েলের সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন। তিনি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ প্রকল্পের দৃঢ় সমর্থক। লিকুদ পার্টির কেন্দ্রীয় নেতারা নেতানিয়াহুকে ঘৃণা করলেও দলটির তৃণমূল সমর্থকদের কাছে তিনি তুমুল জনপ্রিয়।