এবার ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট
ঠাকুরগাঁও থেকে রংপুরগামী সব বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক সমিতি। থ্রি হুইলারসহ মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘট দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও মোটর মালিক সমিতির নেতারা এ তথ্য জানান। পরিবহন মালিক সংগঠন সংশ্লিষ্টরা জানান, আজ শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই দিন রংপুর থেকে বাস চলাচল বন্ধ থাকবে।
এর আগে রংপুর ও রাজশাহীতে দুদিনের পরিবহন ধর্মঘটের ডাক দেন পরিবহন নেতারা। তাদেরও দাবি, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে এই ধর্মঘট।
এবার ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট
এবার রাজশাহীতে দুই দিনের পরিবহন ধর্মঘট
এদিকে বাস ধর্মঘট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, শনিবার বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতেই এ ধর্মঘট দেওয়া হয়েছে। তবে মালিক সমিতি বলছে, মহাসড়কে নসিমন, করিমন, ইজিবাইকসহ তিন চাকার অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ কয়েকজন নেতা অভিযোগ করে বলেন, ‘গণসমাবেশ বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। পরিবহন বন্ধ রাখা মানে আমাদের গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ। কিন্তু পরিবহন বন্ধ রাখা মানে মহাসমাবেশ হবে না, এটা ভাবার অবকাশ নেই। সব বাধা উপেক্ষা করে আমরা রংপুরে পৌঁছাব।’