বাংলাদেশবিজ্ঞানসর্বশেষ সংবাদ

করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ৩৬৭

 দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনা সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৩৬৭ জনের। আগের দিন করোনায় একজনের মৃত্যু হয়। আর ৪০৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৯৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ১৯। আগের দিন এই হার ছিল ৯ দশমিক ৯৪।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৩০ হাজার ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭০ হাজার ৬৩৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩৮১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ৩ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে দুজন ঢাকা বিভাগের ও একজন বরিশাল বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেখা যায়, সর্বশেষ সপ্তাহে (৩ থেকে ৯ অক্টোবর পর্যন্ত) করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে (২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর) মৃত্যুর সংখ্যা ছিল ১৬ জন। সর্বশেষ সপ্তাহে শনাক্তের হার আগের সপ্তাহের তুলনায় কমেছে ২২ দশমিক ৪ শতাংশ।

কিছুদিন ধরে বৈশ্বিকভাবে করোনার সংক্রমণ কমছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বিশ্বের সব দেশে বা অঞ্চলে তা কমেনি। কোনো কোনো দেশ বা অঞ্চলে সংক্রমণ বেড়েছে। সরকারি হিসাবে দেখা যাচ্ছে, বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে সংক্রমণ বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশ ছাড়া প্রতিবেশী দেশ মিয়ানমারেও সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়ছে।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।

Al Amin Hussain

Hello friend, I am (Al Amin Hussain) I am the owner of [Silent Force Team], Unauthorized use of content on this site is illegal, Do not upload site content without my permission. Thanks everyone

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button