‘কাঁচা বাদাম’ গায়কের নতুন গান
সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন ভারতের বীরভূমের গায়ক ভুবন বাদ্যকর। তার গাওয়া ‘কাঁচা বাদাম’ গানটি ছিল সব বয়সী মানুষের মুখে মুখে। রিমিক্সও হয়েছিল বেশ। গানের সঙ্গে মুখ মিলিয়ে টিকটকে ভিডিও হয়েছিল অসংখ্য।
যদিও হুটহাট ভাইরাল হওয়া ব্যক্তিরা খুব অল্প সময়ই মানুষের মনে টিকে থাকেন। তবে ভুবন বাদ্যকর মানুষের অন্তরে তুলনামূলকভাবে বেশি দিন ধরেই স্থায়ী হয়েছেন।
সেই ধারাবাহিকতায় এবার নিজের গাওয়া ৩টি গান নিয়ে একটি অ্যালবাম লঞ্চ করতে যাচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াটুডে ডটইন এক প্রতিবেদনে জানিয়েছে, গানগুলোর মধ্যে দুটি প্রকাশ হয়ে গেছে। বাকি আছে একটি। এই ৩টি নিয়েই হবে অ্যালবাম।
ওই ৩টি গানের একটির টাইটেল—‘এখন আমি বেচি না বাদাম’। এ গানে তিনি তার জীবন বদলের গল্প তুলে ধরেছেন। ইতোমধ্যে অ্যালবামটির রেকর্ডিং শেষ হলেও তা কবে এবং ঠিক কোন প্ল্যাটফর্মে আসবে তা জানা যায়নি।