রাজনীতি
গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের ঢাকা রোডে এ মিছিল হয়। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল হালিম মোল্লার নেতৃত্বে মিছিলে ফরহাদ হোসেন, হাফিজ, হারুন, মনির, দেলোয়ার, কালাম, আল আমিনসহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেএ সময় হালিম মোল্লা বলেন, যতই ষড়যন্ত্র করুক, অত্যাচার করুক, এই সরকারের শেষ রক্ষা হবে না। এই সরকারকে রাজপথে মোকাবিলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। যে কোনো ত্যাগ স্বীকার করে রাজপথের আন্দোলনকে তারা সফল করবেন।ন।