জন্মদিনের রাতে যে সুখবর দিলেন মাহি
জন্মদিনের কয়েক ঘণ্টা আগে সুখবর দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আহ্বায়ক হয়েছেন একই সংগঠনের রাজশাহী বিভাগ কমিটির।
রাজনীতিতে জড়ানোর বিষয়ে মাহি কালবেলাকে বলেন, ‘এ বিষয়ে গুছিয়ে কিছু বলতে পারব না। তবে জাতির জনকের আদর্শ বুকে নিয়েই পথ চলছি। যখন তারই নামের সংগঠনের কোনো পোস্টে আমাকে মনোনীত করা হয়, তখন সেই অনুভূতি আসলেই অন্যরকম। আমি চেষ্টা করব আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার। ‘
এদিকে আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মাহির জন্মদিন। জন্মদিনের ঠিক আগে জানালেন, জন্মদিন নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। কোনো আয়োজন ছাড়াই জন্মদিন পালন করবেন তিনি।
২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ভালোবাসার রং’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন মাহিয়া মাহি। এরপর পোড়ামন, অগ্নি, অনেক সাধের ময়না, জান্নাতের মতো অসংখ্য দর্শক নন্দিত চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি।