দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত ১টার দিকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রাত ৯টার দিকে স্টেইট প্রদেশের ব্লুমফন্টেইন সংলগ্ন বোসাবেলোয় দোকানে ঢুকে তাকে গুলি করে সন্ত্রাসীরা। ৪০ বছর বয়সী নিহত মো. আফসার আহমেদের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাট এলাকায়।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. মামুন জানান, বাংলাদেশ সময় রাত ৯টার দিকে একদল বন্দুকধারী কৃষ্ণাঙ্গ আফসারের দোকানে ঢোকে। একপর্যায়ে তারা আফসারকে গুলি করে। এরপর স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন।
চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মো. হানিফ আনসারী জানান, ২০০৭ সালে আফসার দক্ষিণ আফ্রিকায় যান। সেখানেই বিয়ে করেন। তার দুই সন্তান আছে। এ বছরের শেষ দিকে তার পরিবার নিয়ে দেশে ফেরার কথা ছিল। এখন তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।