প্রকাশ্যে মেয়ের সামনেই স্ত্রীকে চুমু দিলেন গোবিন্দ!
বলিউডে ’৮০-এর দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা গোবিন্দ অরুন আহুজা । বিশেষ করে নাচের ভঙ্গির জন্য দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। তবে এবার প্রকাশ্যে স্ত্রীর গালে চুমু খেয়ে আবারও আলোচনায় এসেছেন এই বলিউড অভিনেতা।
গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি একটি নাচের রিয়েলিটি শোতে বিশেষ অতিথি হিসেবে যান গোবিন্দ। সেখানে তার সঙ্গে ছিলেন স্ত্রী সুনীতা আহুজা এবং মেয়ে টিনা আহুজা। সেখানে মঞ্চে একটি রোমান্টিক গানের তালে তাল মেলাচ্ছিলেন এই অভিনেতা। এ সময় পাশে ছিলেন তার স্ত্রীও। নাচের একপর্যায়ে প্রকাশ্যে সুনীতার গালে চুমু বসিয়ে দেন তিনি। আর মা-বাবার এই কাণ্ড দেখে লজ্জায় নিজের ওড়না দিয়ে মুখ ঢাকলেন টিনা।
‘সোনা কিতনা সোনা হ্যায়’, ‘আপকে আ জানে সে’-এর মতো অনেক হিট গানেই কাজ করেছিলেন গোবিন্দ। সর্বশেষ ২০১৯ সালে বলিউডের ‘রাঙ্গিলা রাজা’ সিনেমায় দুটি চরিত্রে অভিনয় করেন তিনি।
Surgeons and we went into the roof for us Hurry up a durty green I know himself with