প্রতিষ্ঠার এক দশক পর ব্যান্ড স্টোনের অ্যালবাম
প্রতিষ্ঠার এক দশক পর অ্যালবাম প্রকাশ করল রক ব্যান্ড ‘স্টোন’। ব্যান্ড সংগীতের শহর চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করা এ ব্যান্ড বর্তমানে পারফর্ম করছে দেশের নানা প্রান্তে। মূলত শ্রোতাভিত্তি তৈরি হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নেয় তারা। ২ নভেম্বর প্রকাশ পেল তাদের প্রথম অ্যালবাম ‘অবশ প্রলাপ’-এর প্রথম গান ‘আলোর শিহরণ’।
ব্যান্ডটি জানায়, ২০২০ সালে অ্যালবামটি প্রকাশের কথা থাকলেও করোনা মহামারির কারণে পিছিয়ে যায় এ উদ্যোগ। ‘আলোর শিহরণ’-গানটি ছাড়াও ‘মেঘ’, ‘নেই তুমি’ ‘অমানুষ’, ‘বিষাদের আলিঙ্গন’, ‘ঘুনে ধরা শহর’, ‘বৃষ্টি’ এবং ‘অবশ প্রলাপ’সহ মোট আটটি গান নিয়ে সাজানো হয়েছে প্রথম অ্যালবামটি।
গানগুলো নিয়মিত বিরতিতে চলতি বছরই প্রকাশ করতে যাচ্ছেন তারা। নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশের পাশাপাশি এগুলো মুক্তি পাবে স্পটিফাই, অ্যামাজন, আইটিউনস, অ্যাপল মিউজিক, ডিজারের মতো জনপ্রিয় সব আন্তর্জাতিক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
প্রাথমিকভাবে গানগুলোর অ্যনিমেটেড লিরিক্যাল ভিডিও প্রকাশ পেলেও শ্রোতা গ্রহণযোগ্যতা বিবেচনায় মিউজিক ভিডিও আকারে কিছু গান প্রকাশিত হবে।
ব্যান্ডের মুখপাত্র লিড গিটারিস্ট শাহেদ বলেন, ‘২০১৩ সালে আমাদের যাত্রা শুরু হয়। স্টোন বাংলাদেশের একটি প্রগ্রেসিভ অ্যান্ড অল্টারনেটিভ রক ব্যান্ড। যদিও আমরা অন্যান্য ধারার সংগীতের ওপরেও বিভিন্ন সময়ে নিরীক্ষা চালিয়েছি। ঢাকা, চট্টগ্রামসহ প্রায় সারা দেশে আমরা বিভিন্ন কনসার্টে অংশ নিয়েছি। কনসার্টে ও টেলিভিশনে শ্রোতাদের সামনে গাইতে গাইতেই আমাদের বেড়ে ওঠা। এবার আনুষ্ঠানিকভাবে সর্বস্তরের শ্রোতাদের জন্য আমাদের বাছাই করা গানগুলো অ্যালবাম আকারে মুক্তি দিচ্ছি। আলোর শিহরণ-তেমনই একটি গান। আশা করছি, শ্রোতাদের পছন্দ হবে।’
ব্যান্ড স্টোনের সদস্যরা।
দুই বিশ্বাসের সঙ্গে সাইমন, শুরু হলো লাল শাড়ির শুটিং
শাহেদ জানান, ২০১৬ সালে ব্যান্ডের প্রথম গান ‘অবশ প্রলাপ’ মুক্তি পায়। প্রথম গানেই শ্রোতাদের ভালোবাসা ও সমর্থন কুড়িয়ে নেয় স্টোন। ২০১৮ সালে প্রকাশিত হয় ‘ভুল স্বপ্ন’ ও ‘মা’ শিরোনামের দুটি গান। আগামী জানুয়ারিতে অ্যালবাম মুক্তি উদযাপন করবেন তারা।