প্রত্যাবর্তনের ম্যাচে রোনালদোর গোল
এক সপ্তাহের অস্বস্তি পেছনে ফেলে অনুশীলনে ফিরে ভক্তদের জানিয়েছিলেন— অতীতের মতো প্রতিশ্রুতি নিয়ে নিজেকে উৎসর্গ করতে ট্র্যাকে ফিরেছি। গোলের মাধ্যমে ট্র্যাকে ফেরাটা উদযাপন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
ইউরোপা লিগে মলদোভার ক্লাব এফসি শেরিফের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের ৩-০ জয়ে শেষ গোলটি করেন পর্তুগাল তারকা। তার স্বদেশী ফুলব্যাক দিয়েগো দালোত ৪৪ মিনিটে স্কোরিং চার্ট খোলেন। বিরতির পর, ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড। ৮১ মিনিটে স্কোর লাইন ৩-০ করে রেড ডেভিলদের সহজ জয় নিশ্চিত করেন রোনালদো।
প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে রোনালদো বদলি হিসেবেও মাঠে নামতে পারেননি। ক্ষোভে খেলা শেষ হওয়ার আগেই ডাগ-আউট ছেড়ে যান। এ ঘটনাকে শৃঙ্খলা ভঙ্গ উল্লেখ করে চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের স্কোয়াড থেকে প্রত্যাহার করা হয় রোনালদোকে। ক্লাবের সঙ্গে টানাপড়েন পেছনে ফেলে ইউরোপা লিগের ম্যাচ দিয়ে মাঠে ফেরা রোনালদোর। পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার খেলেছেন পুরো ম্যাচেই।
কিক-অফের পর থেকে একচ্ছত্র অধিপত্য ছিল ম্যানইউর। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চেপে ধরলেও গোলের দেখা পাচ্ছিলনা রেডি ডেভিলরা। প্রথমার্ধের শেষদিকে এসে ক্রিস্টিয়ান এ্যারিকসনের কর্ণার থেকে হেডে খরা কাটান দালোত (১-০)। লুক শ-এর চিপ থেকে পাওয়ারফুল হেডে ব্যবধান দ্বিগুণ করেন র্যাশফোর্ড। ব্রুনো ফার্নান্দেজের ক্রসে রোনালদোর দারুণ হেড ঝাঁপিয়ে ফিরিয়ে দেন শেরিফ গোলরক্ষক মাকসিম কোভাল। ফিরতি প্রচেষ্টায় বাম পায়ের শটে বল জালে পাঠান পর্তুগাল অধিনায়ক।
এ জয়ে ৫ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করা ম্যানইউ ‘ই’ গ্রুপ থেকে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ। গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউ আগামি সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে। গ্রুপের শীর্ষস্থান পেতে কেবল সে ম্যাচে রেড ডেভিলদের জিতলেই হবেনা, ব্যবধান রাখতে হবে অন্তত ২ গোলের। তা করতে পারলে পরবর্তী পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে এ্যারিক টেন হ্যাগের দল।