প্রিয় অভিনেতার সঙ্গে কাজ করছি : বুবলী
নানা কারণে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তাকে নিয়ে বিতর্কের মধ্যেও কাজ করে যাচ্ছেন সমানতালে। সম্প্রতি জাকির হোসেন রাজু পরিচালিত চাদর সিনেমার শুটিং করেছেন তিনি। ছবিটিতে তার নায়ক হিসেবে আছেন সাইমন সাদিক। সেখান থেকে ফিরেই বুবলী ফের ব্যস্ত হয়ে পড়েছেন নতুন সিনেমার শুটিংয়ে। নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায় বুবলীর জুটি হয়েছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।
গতকাল বুুধবার থেকে সিলেটে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। সেখানে টানা ২৮ দিন শুটিং হবে।
চয়নিকা জানান, এই সিনেমায় চারটি গান রয়েছে। একটির শুটিং হবে বান্দরবানে, বাকিগুলোর সিলেটেই।
মাহফুজের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমার প্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ভাই। তার সঙ্গে কাজ করছি এটা আমার জন্য অনেক আনন্দের। আশা করি ভালো কিছুই হবে।’
চয়নিকা বললেন, ‘প্রহেলিকা অর্থ রহস্য। তাই শুটিং শেষের আগ পর্যন্ত সবকিছু রহস্যই থাক। প্রেক্ষাগৃহে গিয়ে দর্শক রহস্য উন্মোচন করুক। নিশ্চিত করে বলতে পারি, ছবিটি দর্শকদের পছন্দ হবে।’
মাহফুজ আহমেদ এর আগেও সিনেমায় কাজ করেছেন। ‘লাল সবুজ’ ও ‘জিরো ডিগ্রি’ সিনেমায় অভিনয় করে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।