বিশ্বকাপের জন্য নেদারল্যান্ডসের কোচিংয়ে কারস্টেন
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নেদারল্যান্ডসের কোচিং স্টাফে যুক্ত হলেন গ্যারি কারস্টেন। এছাড়া ড্যান ক্রিশ্চিয়ানকে কোচিং স্টাফে যুক্ত করল নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। কার্স্টেনের কোচিংয়ে ভারত ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জিতেছিল।
কেএনসিবি হাই পারফরম্যান্স ম্যানেজার রোল্যান্ড লেফেব্রে বলেছেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমাদের কোচিং স্টাফ গ্যারি কারস্টেন এবং ড্যান ক্রিশ্চিয়ান দু’জনকেই স্বাগত জানাতে পেরে রোমাঞ্চিত। তারা টেবিলে প্রচুর জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে আসবেন, যা বিশ্বকাপের আগে এবং চলাকালীন নেতৃত্বে অনেক সাহায্য করবে।’
মূলত কেপটাউনে কারস্টেনের ক্রিকেট একাডেমিতে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন দলটির কোচ রায়ান কুক। সেই সুবাধে বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে সেখানে ক্যাম্প করেন নেদারল্যান্ডসের ক্রিকেটাররা। কেপটাউনে দলের সঙ্গে কাজ করে বেশ মজা পেয়েছেন কারস্টেন। সেই অভিজ্ঞতা থেকেই দলের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এই ব্যাপারে তিনি বলেন, ‘কেপটাউনে ডাচ দলের সঙ্গে কাজ করে আমি অনেক মজা পেয়েছি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের পরামর্শক হিসেবে তাদের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছি। ক্যাম্প চলাকালীন দক্ষতা ও পেশাদারিত্বের মাত্রা দেখে আমি মুগ্ধ হয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় প্রভাব ফেলতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।’
আগামী ১৬ অক্টোবর বিশ্বকাপের প্রথম পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। ঐ গ্রুপে সংযুক্ত আরব আমিরাত বাদেও রয়েছে শ্রীলঙ্কা ও নামিবিয়া।