মেসির দেশের ‘ছায়া রোনালদো’!
উজ্জ্বল নৈপুণ্যর ম্যাচে ১৮ বছর বয়সি তরুণ আর্জেন্টাইনের মাঝে ক্রিশ্চিয়ানো রোনালদোর ছায়া দেখলেন ম্যানইউ কিংবদন্তি পল স্কোলস। ক্লাবটির সাবেক মিডফিল্ডার ওয়েন হারগ্রেবসও বললেন গারনাচো ব্যতিক্রমী ফুটবলার। দুই সাবেকের উচ্চকণ্ঠ নিশ্চই এ্যারিক টেন হ্যাগের জন্য দারুণ স্বস্তির! কারণ জ্যাডন সানচো ও এ্যান্থনি এ্যালেঙ্গার মতো পরীক্ষিত পারফর্মারদের বেঞ্চে বসিয়ে এ টিনেজারের ওপর আস্থা রাখার মাঝে ঝুঁকি ছিল। ৭৯ মিনিট মাঠে থেকে গারনাচো প্রমাণ করেছেন— কোচের সিদ্ধান্তটা সঠিক ছিল।
স্পেনের মাদ্রিদে জন্ম নেয়া ‘ছায়া রোনালদো’ অনূর্ধ্ব-১৮ বয়স বিভাগে সে দেশের জার্সিতে খেলেছেন। অনূর্ধ্ব-২০ পর্যায়ে এসে তিনি বেছে নিয়েছেন আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি। ৫ ম্যাচে ৪ গোল করে লিওনেল স্কালোনির দলের দুয়ারে ঘণ্টা বাজাচ্ছেন প্রতিশ্রুতিশীল এ উইঙ্গার।
স্পোর্টিং সিপি থেকে ম্যানইউতে আসার পর রোনালদোর উত্তরণ কাছ থেকে দেখা স্কোলসের কথায়, ‘গারনাচোর নৈপুণ্যে আমি রীতিমতো মুগ্ধ। ইউরোপা লিগে তার অভিষেকটা ছিল দুর্দান্ত। সে অনেকটা তরুণ বয়সের রোনালদোর মতোই।’ ২০২০ সালে এ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ম্যানইউ যুব দলে যোগ দেন গারনাচো। এ উইঙ্গার সম্পর্কে ওয়েন হারগ্রেবস বলেছেন, ‘তার খেলা দেখাটা ছিল দারুণ আনন্দের। গারনাচো ব্যতিক্রমী এক ফুটবলার।’
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে টানাপড়েনের কারণে ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপর ছিল স্পট-লাইট। দারুণ নৈপুণ্য দিয়ে সেটা বারবার নিজের টেনে নিচ্ছিলেন আলেহান্দ্রো গারনাচো।
জন্ম স্পেনে। খেলছেন আর্জেন্টিনার হয়ে। মেসির দেশের এ তরুণকে তুলনা করা হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে। ইউরোপা লিগে এফসি শেরিফের বিরুদ্ধে ম্যাচে পর্তুগিজ তারকার সান্নিধ্যও পেয়েছেন গারনাচো।