করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২১৬
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২১৬ জনের। আগের দিন করোনায় একজনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয়েছিল ২৪৩ জনের।
এ নিয়ে ১৩ দিন পর করোনায় মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। এর আগে ৮ অক্টোবর করোনায় কারও মৃত্যু হয়নি।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৬৮০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৮৭। আগের দিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮২।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৩৩ হাজার ৮৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৬ হাজার ৯৭৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪১১ জন।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।
Yep that he was still in the way while I