রান্না শিখছেন প্রিয়াঙ্কা চোপড়া
নিউইয়র্কে রেস্তোরাঁ রয়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। এ কথা অনেকেই জানেন। কিন্তু সম্প্রতি রান্না শিখতে আগ্রহী হয়েছেন এই অভিনেত্রী।
রান্না শেখার খবরটি ইনস্টাগ্রামে দিয়েছেন প্রিয়াঙ্কা। গত শনিবার এ বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। তবে রান্না শেখার চেয়ে প্রিয়াঙ্কার সব খাবার খেয়ে শেষ করার বিষয়টি ভক্তদের নজর কেড়েছে বেশি।
ভিডিওতে প্রিয়াঙ্কাকে পরতে দেখা গেছে বাদামি পোশাক। একটি কাবাব হাতে ধরে আছেন তিনি। যদিও এ ধরনের কাবাব বাড়িতে তৈরির চেষ্টা করতে নিজের ভক্তদের নিষেধ করেছেন তিনি।
রেস্তোরাঁর শেফদের উদ্দেশ্যে প্রিয়াঙ্কা বলেছেন, আমাকে রান্নায় পারদর্শী করে তুলুন। আমি এগুলো তৈরি করতে পারি না। এখানে আপনারা কী করছেন তা অনুগ্রহ করে আমাকে বলুন।
কথার ফাঁকে ফাঁকে খাবারের অনেকটাই খেয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা। বুরাটা বাটার চিকেন পিৎজা ও অ্যাভোকাডো ভেল খেয়েছেন তিনি। এর ওপর তার পছন্দের চাট মসলা ছড়িয়ে নিয়েছিলেন।
এসময় শেফদের প্রশংসাও করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।