আন্তর্জাতিকশিক্ষা-চাকরি
২য় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক দশক পার করছে বিশ্ব : পুতিন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমানে সবচেয়ে বিপজ্জনক দশক পার করছে বিশ্ব। আজ মস্কোতে আয়োজিত ভালদাই ডিসকাসন ক্লাবে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এ সময় পুতিন পশ্চিমা বিশ্বের প্রতি পারমাণবিক হুমকির অভিযোগও তোলেন। ইউক্রেনে সেনা মোতায়েনের জন্য কোনো অনুশোচনাও নেই বলে জানান রুশ প্রেসিডেন্ট। বার্তা সংস্থা বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এমনটা জানা যায়।
রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমারা এই যুদ্ধে মদদ দেওয়ার মাধ্যমে একটি বিপজ্জনক ও নোংরা ভূ-রাজনৈতিক খেলায় মেতে উঠেছে। এর মাধ্যমে তারা বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টি করছে বলেও অভিযোগ তার।
রুশ প্রেসিডেন্ট বলেন, ভয়ংকর এই সংঘাত পরিস্থিতির মধ্যেও আমি বলতে পারি রাশিয়া একটি স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ সভ্যতা। তারা কখনোই পশ্চিমাদের শত্রু মনে করে না।