কোরআনের বাণী
সুরা : মুমিন (পঞ্চম পর্ব)
আল্লাহর প্রতিশ্রুতি সত্য
ইরশাদ হয়েছে, ‘অতএব তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সকাল ও সন্ধ্যায়। ’ (আয়াত : ৫৫)
দ্বিনের ব্যাপারে তর্ক কোরো না
ইরশাদ হয়েছে, ‘যারা নিজেদের কাছে কোনো দলিল না থাকলেও আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, তাদের অন্তরে আছে শুধু অহংকার, তারা এ ব্যাপারে সফল হবে না। অতএব আল্লাহর শরণাপন্ন হও; তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। ’
(আয়াত : ৫৬)
ভালো-মন্দ কখনো সমান নয়
ইরশাদ হয়েছে, ‘সমান নয় অন্ধ ও চক্ষুষ্মান এবং যারা ঈমান আনে, সৎকর্ম করে ও যারা দুষ্কৃতিপরায়ণ।
তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করে থাকো। ’
(আয়াত : ৫৮)
আল্লাহ বান্দার ডাকে সাড়া দেন
ইরশাদ হয়েছে, ‘তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। …’
(আয়াত : ৬০)
আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ো না
ইরশাদ হয়েছে, ‘…যারা অহংকার বশে আমার ইবাদতে বিমুখ, তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। ’ (আয়াত : ৬০)