বিনোদন
সিনসিনাত্তির ফাইনালে সাবালেঙ্কা
সিনসিনাত্তি ওপেনের ফাইনালে উঠলেন এরিনা সাবালেঙ্কা। সোমবার সেমিফাইনালে বেলারুশ সুন্দরী ৬-৩ এবং ৬-৩ গেমে সরাসরি সেটে পরাজিত করেন বর্তমান বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা ইগা সুইয়াটেককে। ১ ঘণ্টা ৪৮ মিনিটের লড়াই শেষে শীর্ষ বাছাইকে হারিয়ে প্রথমবারের মতো সিনসিনাত্তি ওপেনের ফাইনালের টিকিট কাটলেন সাবালেঙ্কা।শিরোপা জয়ের পথে তৃতীয় বাছাইয়ের সামনে বাধা এখন আমেরিকান তারকা জেসিকা পেগুলা। আরেক সেমিফাইনালে ষষ্ঠ বাছাই পেগুলা ৬-২, ৩-৬ এবং ৬-৩ গেমে পরাজিত করেন স্প্যানিশ টেনিস তারকা পাওলা বাদোসাকে। ফাইনালে বাদোসাকে হারালে অস্ট্রেলিয়ান ওপেনের পর আবারও কোনো শিরোপা উঁচিয়ে ধরবেন সাবালেঙ্কা। সেইসঙ্গে নতুন করে প্রকাশিত র্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ে ফিরবেন বেলারুশ সুন্দরী।