রাজনীতি

শাহ কামালের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

গোয়েন্দা পুলিশের হাতে আটক আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার মালিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন শাহ কামালের বিরুদ্ধে তদন্ত শুরুর কথা গণমাধ্যমকে জানিয়েছেন।অভিযোগ রয়েছে, বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালনকালে দুই হাতে টাকা কামিয়ে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তিনি। নিয়োগ বদলি থেকে শুরু করে কেনাকাটা, উন্নয়ন কাজে অর্থ লোপাট করে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন শাহ কামাল। এজন্য আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠভাজন পরিচয় দিয়ে প্রশাসনের হৃৎপি- বাংলাদেশ সচিবালয়ে দাপট দেখাতেন তিনি। আওয়ামী লীগের আমলে তার হাতে নিগ্রহের শিকার হয়েছে একাধিক মানুষ। ভয়ে সহকর্মীরা এতদিন কথা বলতে পারতেন না।সরকার পতনের পর আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছে ভোগান্তির শিকার মানুষেরা। সহকর্মীরা দিচ্ছে তার কোটি কোটি টাকা দুর্নীতির খবর। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেলেও পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয় শাহ কামালকে। নিজ বাসা থেকে বিপুল অবৈধ অর্থ উদ্ধারের পর রবিবার সকালে মহাখালীর একটি বাসা থেকে শাহ কামালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আগের দিন শাহ কামালের মোহাম্মদপুরের বাসা থেকে জব্দ করা হয় ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা। যে টাকা গুনতে মেশিন ব্যবহার করতে হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। অভিযোগ রয়েছে জব্দের আগেই বিপুল পরিমাণ টাকা বাসা থেকে সরিয়ে ফেলা হয়েছে।জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতি ও অঢেল সম্পদ অর্জনের তথ্য দিয়ে দুদকে অভিযোগ জমা পড়েছিল, যা নিয়ে দুদকের গোয়েন্দারা অনুসন্ধান শুরু করলেও দৃশ্যমান তেমন কিছুই পাওয়া যায়নি। দুদক সূত্রে জানা গেছে, শাহ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কর্মরত থেকে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্প (দেশব্যাপী ৪০ দিনের কর্মসূচি নামে পরিচিত), গ্রামীণ সড়কে ছোট-বড় সেতু-কালভার্ট নির্মাণ, এইচবিবি, বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে এই অর্থ লোপাট করেছেন। কামালের নামে টঙ্গী মৌজায় পাঁচ কাঠার প্লট, উত্তরার ১৫ নম্বর সেক্টরে ৩ কাঠার প্লট এবং মোহাম্মদপুরে স্ত্রীর নামে একটি ফ্ল্যাট থাকার প্রমাণ পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ কামালের মোহাম্মদপুর বাবর রোডের বাসা থেকে উদ্ধার হওয়া অর্থের মধ্যে ছিল নগদ ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা, ৭৪ হাজার ৪০০ টাকা সমমূল্যের ১০০ টাকার প্রাইজ বন্ড এবং ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা। আর বিদেশি মুদ্রার মধ্যে ৩ হাজার মার্কিন ডলার, ১ হাজার ৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২ হাজার ৯৬৯ সৌদি রিয়াল, ৪ হাজার ১২২ সিঙ্গাপুরি ডলার, ১ হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান ইউয়ান ও ১৯৯ চীনা ইউয়ান মুদ্রা রয়েছে।ডিবি পুলিশের একটি সূত্রের দাবি, শাহ কামাল ভারতে পালিয়ে যাওয়ার জন্য মহাখালীতে একটি বাসায় অবস্থান করছিলেন। সেখানে কালো গ্লাসের একটি গাড়ি রাখা ছিল। শাহ কামালের বাসা থেকে বিপুল নগদ টাকা জব্দের পর সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। গণমাধ্যমে ফলাও করে এই তথ্য প্রচারের পর তার পরিচিত, সহকর্মীদের মধ্যেও কেউ কেউ শাহ কামালের সম্পদ নিয়ে কথা বলতে শুরু করেছেন।শাহ কামালের সঙ্গে কাজ করা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক রেক্টর এ কে এম আবদুল আউয়াল মজুমদার তার অপকর্মের কথা জানিয়ে সম্প্রতি খোলা চিঠি দিয়েছেন। নিজেও তার হাতে নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। একসময় কিশোরগঞ্জে দায়িত্ব পালন করা শাহ কামালের আর্থিক অনিয়ম নিয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদও কথা বলেছিলেন বলে দাবি করেছেন আউয়াল মজুমদার। শুধু তাই নয়, ১৯৯৬ সালে গাজীপুরে কর্মরত থাকাবস্থায় জনতার মঞ্চের সঙ্গে শাহ কামাল সরাসরি জড়িত ছিলেন এমন অভিযোগও পাওয়া গেছে।কে এই শাহ কামাল? ॥ চাঁদপুরের হাজীগঞ্জে জন্ম নেওয়া শাহ কামাল পেশাগত জীবনে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, উপসচিব, জেলা প্রশাসক, পর্যায়ক্রমে সরকারের সিনিয়র সচিব হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।প্রথমে সরকারের সিনিয়র সচিব হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকালে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র (প্রশাসক) এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকালে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র (প্রশাসক) হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে খ-কালীন শিক্ষকতা করেছেন বলেও জানা গেছে।শাহ কামাল, বাংলাদেশ খো খো ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার (সিএনসি) পদেও নির্বাচিত হন। শাহ কামালের বিরুদ্ধে যত অভিযোগ ॥ ২০১৫ সালের মার্চ থেকে ২০২০ সালের জুন পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন তিনি। এ দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়নকাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থগ্রহণের অভিযোগ ওঠে। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে তার নামে মন্ত্রণালয়ের বরাদ্দ ৯টি গাড়ি ব্যবহারের অভিযোগ উঠেছিল। তিনি এসব গাড়ির ভুয়া বিল-ভাউচারে সরকারি কোষাগার থেকে টাকাও তুলতেন।এদিকে প্রশাসন ক্যাডারে শাহ কামালের হাতে নিপীড়নের শিকার কর্মকর্তারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের ১৫ বছরে ৮৪ ব্যাচের এই কর্মকর্তা সবচেয়ে বেশি ক্ষমতার অপব্যবহার করেছেন। দুর্নীতিতেও গেছেন সবাইকে ছাড়িয়ে। যে কারণে মন্ত্রিপরিষদ সচিব হওয়া নিয়ে এক সময় গুঞ্জন থাকলেও দুর্নীতির কারণে ছিটকে পড়েন তিনি। শুধু তাই নয়, প্রভাবের কারণে সিনিয়র সচিবের মতো পদ বাগিয়ে নেওয়ার অভিযোগও করেছেন তার সঙ্গে চাকরি করা কর্মকর্তারা।শাহ কামালকে উদ্দেশ করে সাবেক সচিব আউয়াল মজুমদার লিখেছেন, যদি নিয়মমাফিক সবকিছু হতো, আপনি কী উপসচিবের বেশি ওপরে উঠতে পারতেন! কিন্তু জোর-জবরদস্তি করে সিনিয়র সচিব হলেন। তারপরও শোকর আদায় করলেন না। উপরন্তু সিনিয়র-জুনিয়র সকল সহকর্মীর ওপর নির্মম নিপীড়ন চালালেন।

Al Amin Hussain

Hello friend, I am (Al Amin Hussain) I am the owner of [Silent Force Team], Unauthorized use of content on this site is illegal, Do not upload site content without my permission. Thanks everyone

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button