সাকিবের হত্যা মামলার ব্যাপারে যা জানাল বিসিবি
সভাপতি হওয়ার পর শনিবার (২৪ আগস্ট) নিয়ে দুই দিন বিসিবি কার্যালয়ে এলেন ফারুক আহমেদ। বেশ দীর্ঘ সময় বোর্ডে কাটিয়েছেন তিনি। যার বেশির ভাগ জুড়ে ছিল বোর্ড পরিচালকদের নিয়ে অনানুষ্ঠানিক বৈঠক। এর মধ্যে সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেয়েছে।বৃহস্পতিবার (২২ আগস্ট) হত্যা মামলা হওয়ার পর শনিবার (২৪ আগস্ট) বিসিবি বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তিনি। বৈঠক শেষে এ ব্যাপারে নিজেদের অবস্থান ব্যাখা করেছেন বিসিবি সভাপতি ফারুক, আপনারা জানেন সাকিবের নামে একটা মামলা হয়েছে। আমরা লিগ্যাল নোটিশ এখনো পাইনি।এটার ব্যাপারে কিছু বলতে পারব না। মামলা হয়েছে, এফআইআর হয়েছে। এটা তদন্ত হবে আগে। তারপরে একটা দিকে যাবে মামলাটা।এই মুহূর্তে বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তানে টেস্ট খেলছেন সাকিব। রাওয়ালপিন্ডি টেস্টের আজ শেষ দিন। টেস্ট শেষ হলে সাকিবের ব্যাপারে সিদ্ধান্তের কথা জানিয়েছেন ফারুক, এই মুহূর্তে একটা টেস্ট ম্যাচ চলছে। খুব ভালো সংবাদ যে আমরা চতুর্থ দিনটা ভালোভাবে শেষ করেছি। কাল পঞ্চম দিন। এই মুহূর্তে এ ব্যাপারে আমরা কোনো স্ট্যান্স নেওয়ার চিন্তা করিনি। কালকে ম্যাচ শেষে হলে আমরা বসে একট সিদ্ধান্ত নেব।জানা গেছে, আগামীকাল পরিচালকদের নিয়ে আবার বৈঠকে বসবেন ফারুক। আজ বৈঠকে বোর্ডের স্ট্যান্ডিং কমিটি নিয়েও আলোচনা হয়েছে। যদিও ফারুক জানিয়েছেন, কোন পরিচালককে কোন কমিটি দেওয়া হচ্ছে, তা এখনো সিদ্ধান্ত হয়নি। তার কথা, খুব দ্রুত জানানো হবে (কে কোন কমিটি পাবেন)।