আ. লীগের সম্মেলন উদ্বোধন নিয়ে সংঘর্ষ-হাতুড়িপেটা
নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতুড়িপেটার ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন।
রোববার (৯ অক্টোবর) সকালে জয়াগ মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ১০টায় সম্মেলন শুরু হওয়ার কথা। আয়োজনের সমন্বয়ক ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ফুয়াদ হাসান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। কিন্তু অতিথিদের কেউই সময় মতো সম্মেলন স্থলে উপস্থিত হননি। এদিকে নির্ধারিত সময়ে সম্মেলন উদ্বোধন করে ফেলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল।
প্রায় ঘণ্টাখানেক পরে অতিথিরা এসে দেখেন সম্মেলন উদ্বোধন হয়ে গেছে। এতে ক্ষুব্ধ হন খন্দকার রুহুল আমিন ও জাহাঙ্গীর আলম এবং তাদের অনুসারীরা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম এই কাজটি কেন করেছেন জিজ্ঞেস করা হলে তিনি বলেন, নির্ধারিত সময়ে অতিথিরা না আসায় স্থানীয় সংসদ সদস্য ইব্রাহীমের নির্দেশে সম্মেলন উদ্বোধন করা হয়েছে। এরপরই সম্মেলনস্থলে শুরু হয় হট্টগোল, চেয়ার-ছোড়াছুড়ি এবং ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় হাতুড়িপেটার ঘটনাও ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন।
তাৎক্ষণিকভাবে আহত চারজনের নাম জানা গেছে। তারা হলেন- জয়াগ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হাফিজ তানভীর, যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম, ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইসমাইল হোসেন ও জয়াগ বহুমুখী উচ্চবিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. রাব্বি। এদের মধ্যে হাফিজ তানভীরকে পুলিশের সামনেই হাতুড়িপেটা করা হয়েছে বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল বলেন, ‘নির্ধারিত সময়ে অতিথিদের কেউ না আসায় সোয়া ১১টার দিকে সম্মেলন উদ্বোধনের কার্যক্রম চালিয়ে যেতে থাকেন। পরে দুপুর ১২টার দিকে রুহুল আমিন ও জাহাঙ্গীর আলম সম্মেলনস্থলে সম্মেলন উদ্বোধন নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় তাঁদের সমর্থকেরা সম্মেলনস্থলে মারামারি শুরু করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ। তিনি বলেন, ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে সম্মেলন স্থগিত করা হয়।’