সর্বশেষ সংবাদ

ক্রীড়া উপদেষ্টার পদচারণায় প্রাণচঞ্চল বিসিবি

অস্থির সময় পেরিয়ে জেগে উঠছে বাংলাদেশ। হোম অব ক্রিকেট মিরপুরও যেন তাতে যুক্ত হলো! অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাকে বরণ করে নিতে সোমবার সকাল থেকেই শেরেবাংলায় ছিল ব্যস্ততা। গণমাধ্যমকর্মীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। দেশের রাজনৈতিক পালাবদলের মুখে স্থবির হয়ে যাওয়া মিরপুর যেন নতুন করে জেগে ওঠে।ক্রীড়া উপদেষ্টা আসেন দুপুর একটা নাগাদ। কর্তাব্যক্তিদের অনেকে তার আগেই এসে হাজির হন। সাবেক অধিনায়ক তামিম ইকবালের উপস্থিতি যেন বাড়তি মাত্র যোগ করে। আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ। যেখানে সর্বক্ষণ তামিম ছিলেন উপদেষ্টার ছায়াসঙ্গী হয়ে! এ সময় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও তাদের সঙ্গে ছিলেন।শুধু তামিম নন, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং শাহরিয়ার নাফিসও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ছিলেন। মাঠে প্রবেশের সময় সঙ্গে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল পূর্বপাশের গ্যালারির দিকে আঙুল দেখিয়ে আসিফের উদ্দেশে বলেন, ‘এখানে একটা ইলেকট্রকিক্স জায়ান্ট স্ক্রিন ছিল। ঝড়ে ভেঙে গেছে।’ তামিমের এমন কথায় যেন স্মৃতিতে হারালেন ক্রীড়া উপদেষ্টা, ‘হ্যাঁ, আমি দেখেছি।২০১৪ সালে যখন মাঠে এসেছিলাম। সম্ভবত এখানে বসেই খেলা দেখেছি।’ মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা। বিসিবির ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিম শেষে বিকাল ৩টায় বেরিয়ে যান আসিফ। সংবাদমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক কোনো কথা বলেননি তিনি। পরে বিসিবির আপলোড করা এক ভিডিও বার্তায় ক্রীড়া উপদেষ্টা বলেন,‘নতুন দায়িত্ব পাওয়ার পর, আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে ফ্যাসিলিটিগুলো আছে সব দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল যেতে পারিনি।এখানে (বিসিবিতে) এসেছি, অবকাঠামোগত যে ব্যবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম। ঘুরে ঘুরে সব দেখলাম সব।’ আসন্ন নারী টি২০ বিশ্বকাপ উপলক্ষে মিরপুরে চলছে নারী ক্রিকেট দলের অনুশীলন। এ সময় নিগার সুলতানা জ্যোতিদের সঙ্গে ছবি তোলেন ক্রীড়া উপদেষ্টা। বলেন, ‘নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা হলো। তারা সামনে উইমেনস টি২০ ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যে ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারগুলো একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো ঠিক করে দিতে পারব।’ রাজনৈতিক পটপরির্তন হয়েছে, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। জানা গেছে, অচিরেই পদত্যাগ করবেন বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সেখানে জায়গা করে নিতে পারেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।এদিনই পদত্যাগ করেছেন বিসিবির প্রভাবশালী পরিচালক ও চলতি মেয়াদে ক্রিকেট পরিচালনা বিভাগের (অপারেশন) দায়িত্বে থাকা জালাল ইউনুস। জাতীয় ক্রীড়া পরিষদ সুত্র জানিয়েছে,‘বিসিবি পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন করে দুইজন ক্রীড়া ব্যক্তিত্বকে মনোনীত করা হচ্ছে। এই কারণে পুরোনো দুইজনকে বাদ দিতে হচ্ছে। নতুন দুইজন হচ্ছেন সাবেক প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার ফারুক আহদে।অন্যজন বিশ্লেষক, কোচ নাজমুল আবেদিন ফাহিম। এই দুইজনকে এনএসসি থেকে মনোনীত করা হচ্ছে। তারা বোর্ডে পরিচালক হিসেবে যুক্ত হবেন। এরপর পরিচালকদের মধ্য থেকে একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে। সভাপতি হিসেবে ফারুক অনেকটাই এগিয়ে।’

Al Amin Hussain

Hello friend, I am (Al Amin Hussain) I am the owner of [Silent Force Team], Unauthorized use of content on this site is illegal, Do not upload site content without my permission. Thanks everyone

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button