গরুর সাথে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত ভারতের সর্বাধুনিক প্রযুক্তির ট্রেন
একদিনও কাটেনি, ফের দুর্ঘটনার মুখে পড়ল ভারতের সর্বাধুনিক প্রযুক্তির (সেমি-হাই-স্পিড) ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। মুম্বাই সেন্ট্রাল থেকে গুজরাটের গান্ধীনগরগামী ট্রেনটি ধাক্কা মারল গরুকে। এবারও ক্ষতিগ্রস্ত হল ট্রেনের নোস প্যানেল। খবর এনডিটিভির।
জানা গেছে, শুক্রবার বিকেলে গান্ধীনগর স্টেশন থেকে ১০০ কিলোমিটার দূরের আনন্দ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেস ধাক্কা মারে একটি গরুকে। এতে মিনিট দশেক দাঁড়িয়ে থাকার পর আবার যাত্রা শুরু করে ট্রেনটি।
পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুমিত ঠাকুর ভারতীয় গণমাধ্যমকে বলেন, ট্রেনের সামনের অংশে একটু দাগ হয়েছে। এ ছাড়া আর কোনও ক্ষতি হয়নি। কেউ হতাহত হননি। সবাই নিরাপদে রয়েছেন। ঠিক সময়েই ট্রেন চলছে।
এর আগে, বুধবারই দুর্ঘটনার মুখে পড়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। গুজরাটের বতবা স্টেশনের কাছে এক পাল মোষকে ধাক্কা মারে বন্দে ভারত এক্সপ্রেস। ২৪ ঘণ্টার মধ্যেই সারাই করা হয়। কিন্তু ট্রেন ট্রাকে নামার পরই ফের ঘটল দুর্ঘটনা। শুক্রবারই ফের গুজরাটেই গরুকে ধাক্কা মারে বন্দে ভারত এক্সপ্রেস।