জালাল ইউনুসের পদত্যাগ
রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক পট-পরিবর্তন প্রভাব এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) দৃশ্যমান। সবার আগে পদত্যাগ করলেন বিসিবির প্রভাবশালী পরিচালক ও চলতি মেয়াদে ক্রিকেট পরিচালনা বিভাগের (অপারেশন) দায়িত্বে থাকা জালাল ইউনুস। সোমবার তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নিয়োগপ্রাপ্ত কাউন্সিলর হিসেবেই বিসিবির পরিচালক বোর্ডে ছিলেন জালাল এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি।এ রিপোর্ট লেখা পর্যন্ত ববি অবশ্য পদত্যাগ করেননি। তবে এনএসসি চাইলে তাকে সরিয়ে দিতে পারবে। এদিকে সহসাই পদত্যাগ করতে যাচ্ছেন বিসিবির বর্তমান প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সম্ভাব্য বোর্ড প্রেসিডেন্টের দৌড়ে সাবেক অধিনায়ক ফারুক আহমেদ অনেকটাই এগিয়ে। জাতীয় ক্রীড়া পরিষদ সূত্র জানিয়েছে, ‘বিসিবি পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন করে দুজন ক্রীড়া ব্যক্তিত্বকে মনোনীত করা হচ্ছে। এই কারণে পুরনো দুজনকে বাদ দিতে হচ্ছে। নতুন দুজন হচ্ছেন সাবেক প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। অন্যজন বিশ্লেষক, কোচ নাজমুল আবেদিন ফাহিম। এই দুজনকে এনএসসি থেকে মনোনীত করা হচ্ছে। তারা বোর্ডে পরিচালক হিসেবে যুক্ত হবেন। এরপর পরিচালকদের মধ্য থেকে একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে। সভাপতি হিসেবে ফারুক অনেকটাই এগিয়ে আছেন।’ জানা গেছে, ফারুক ও ফাহিমের মনোনয়নের পথে অনেক দূর এগিয়ে গেছে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বাধনী ক্রীড়া মন্ত্রণালয়। ১৯৯৭ সালে প্রথম বিসিবিতে দায়িত্ব পান জালাল। মাঝে ছিলেন না শুধু ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত। গত ২৭ বছরের মধ্যে ২৩ বছরই তিনি বিসিবির কোনো না কোনো পদে ছিলেন। জালালের মতো ববিও তরুণ বয়সে ১৯৮৩-১৯৯১ পর্যন্ত তিনি ক্রিকেট বোর্ডে দায়িত্ব পালন করেন। এরপর আবার ২০০৭ সালে তাকে ফেরানো হয়। এরপর থেকে টানা কাজ করছেন তিনি। এখন বোর্ডে টুর্নামেন্ট কমিটির প্রধান হিসেবে আছেন।