দিবালা ও আর্জেন্টিনার জন্য খারাপ কিছু!
সবশেষ দলবদলে জুভেন্টাস ছেড়ে রোমাতে পাড়ি জমান পাওলো দিবালা। ইতালিয়ান সিরিএ’র ক্লাবটিতে গিয়ে ছন্দ ফিরে পান এই তারকা স্ট্রাইকার। এরইমধ্যে বাঁধল বিপত্তি। চোটের কারণে আসন্ন কাতার বিশ্বকাপে দিবালার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
সিরিএ’তে গতরাতে লেসকে ২-১ গোলে হারিয়েছে রোমা। ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোতে অনুষ্ঠিত ম্যাচে ৪৮ মিনিটে রোমার হয়ে স্পট কিক থেকে দ্বিতীয় গোলটি করেন দিবালা। স্পট কিক নেওয়ার সময় বাম উরুতে চোট পান ২৮ বছর বয়সী ফুটবলার।
খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন দিবালা। দ্রুত তার চোটাক্রান্ত স্থানে বরফ লাগিয়ে দেওয়া হয়। তখন তারকা খেলোয়াড়ের চোখ ছলছল করছিল। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে হেড কোচ জোসে মরিনহোর কথায় তো আর্জেন্টিনার সমর্থকদের জন্য খারাপ খবর ছাড়া কিছুই ছিল না।
মরিনহো বলেন, ‘এটা খুবই মারাত্মক এবং খারাপ খবর। আমি আশা করি মেডিকেল টেস্টে যেন খুব বেশি গুরুতর কিছু ধরা না পড়ে। তবে দিবালা খুবই বাজেভাবে চোট পেয়েছে। আমি চিকিৎসক নই। অভিজ্ঞতা থেকে বলছি দিবালা এবং আর্জেন্টিনার জন্য খারাপ কিছু হতে পারে।’