নাসিরনগরে শেখ রাসেল দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ ডাঃ নূরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা আবদুল বাকী, সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা রাফিজ মিয়া, ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস, মনসুর আহমেদ ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অসিম কুমার পাল, সাধারণ সম্পাদক লতিফ হোসেন, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জামিল ফোরকার, প্রধান শিক্ষক আবদুর রহিম।
আলোচনা সভায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে সকাল ১০ টায় উপজেলার হরিণবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ‘স্কুল এন্ড ফিউচার’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।