‘পুতিন একজন সন্ত্রাসী’
আজ সোমবার সকালে ইউক্রেনজুড়ে অতর্কিতে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আজ সকালেই রাশিয়া ইউক্রেনে ৭৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এরমধ্যে ৪১ টি প্রতিহত করেছে ইউক্রেন বাহিনী। রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ৮ জনের নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরও ২৪ জন।
এই নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী দিমিত্র কুবেলা বলেছেন, সোমবার ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলা প্রকাশ করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন সন্ত্রাসী যিনি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কথা বলেন।
টুইটারে কুবেলা আরও বলেন, পুতিনের একমাত্র কৌশল হচ্ছে শান্তিপূর্ণ শহরে সন্ত্রাসীগিরি করা, কিন্তু তিনি ইউক্রেনকে ভেঙ্গে ফেলবেন না। আজকের হামলা নিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। এছাড়া তিনি দাবি করেছেন, ইউক্রেনের জ্বালানি কাঠামোতে হামলা চালানো হচ্ছে।
জেলেনস্কির ভিডিওতে দেশটির বিভিন্ন শহর বেঁয়ে কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। সিএনএন জানিয়েছে, তাদের দল সোমবার সকালে অন্তত চারটি বিস্ফোরণের শব্দ শুনেছে।