বিলাসবহুল গাড়ি কিনলেন জাহ্নবী
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শ্রীদেবী যেমন অভিনয়ে সাফল্যের চূড়া ছুঁয়েছিলেন, তেমনি তার কন্যা বলিউডের উঠতি তারকা জাহ্নবী কাপুরও একই পথে এগিয়ে যাচ্ছেন। ২০১৮ সালে ‘ধড়ক’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়েছে তার। এরপর জাহ্নবীকে দেখা গেছে ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’, ‘গুড লাক জেরি’, ‘মিলি’ ও ‘বাওয়াল’র মতো প্রশংসিত ছবিতে। বক্স অফিসে ছবিগুলো আহামরি ব্যবসা না করলেও জাহ্নবী তার প্রতিভা মেলে ধরতে মোটেও ভুল করেননি। তাই হিন্দির সীমানা পেরিয়ে জয় করেছেন দক্ষিণের ইন্ডাস্ট্রি। নাম লিখিয়েছেন তেলেগু ছবিতে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উলাজ’। গত ২ আগস্ট মুক্তি পায় ছবিটি। বর্তমানে জাহ্নবীর হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে- ‘দেবারা’, ‘সানি সংস্কৃতি কি তুলসী কুমারী’ নামের ছবি দুটি।কাজের পাশাপাশি ব্যক্তিজীবন ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন ধড়ককন্যা জাহ্নবী। সেই ধারাবাহিকতায় শ্রীদেবীকন্যা ভক্তদের জন্য নতুন একটি খবর দিলেন। জানালেন বিলাসবহুল একটি গাড়ি কিনেছেন তিনি। দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, রোববার সকালে নতুন গাড়ি নিয়ে মুম্বাই শহরে ঘুরে বেড়ান জাহ্নবী কাপুর। লেক্সাস এলএম ব্র্যান্ড নিউ গাড়ি নিজেকে উপহার দিয়েছেন এ অভিনেত্রী। বলিউডের মাত্র কয়েকজন তারকা বিলাসবহুল এ গাড়ির মালিক। ভারতে এ গাড়ির বর্তমান মূল্য আড়াই কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৪৮ লাখ টাকার বেশি)।চার আসনের গাড়িটিতে রয়েছে বাতাসচলাচলযুক্ত রিক্লাইনার সিট, সিট হিটার, একটি মিনি রেফ্রিজারেটর, ভ্যানিটি মিরর, ল্যাম্প, কাপহোল্ডার, স্লাইডিং ডোর, প্রাইভেসি পার্টিশনসহ বিশ্বমানের সুবিধা রয়েছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক-অভিনেতা বনি কাপুর দম্পতির বড় কন্যা জাহ্নবী কাপুর। গুঞ্জন রয়েছে, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। বছরজুড়েই এই যুগল আলোচনায় থাকেন।এদিকে জাহ্নবির স্বপ্নের সিনেমা ‘দেবারা’র নতুন গান ‘ধীরে ধীরে’ প্রকাশ পেয়েছে কয়েক দিন আগে। গানটিতে জুনিয়র এনটিআর ও জাহ্নবীর রোম্যান্স প্রশংসা পেয়েছে দর্শকদের। গানের দৃশ্যায়ন ও গ্রাফিক্সের ব্যবহারও মন কেড়েছে। তবে একটি বিষয় সবকিছু ফিকে করে দিয়েছে। অনিরুদ্ধ রবিচন্দরের সংগীত ও শিল্পা রাওয়ের গাওয়া গানটির বিরুদ্ধে আনা হয়েছে নকলের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলাবলি করছেন, ইয়োহানির গাওয়া মানিকে মাগে হিথের সুর চুরি করে বানানো হয়েছে দেবারার গানটি।