রাতে খুলছে না কাপ্তাই বাঁধ, সিদ্ধান্ত পরিবর্তন
রাঙামাটি কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পীলওয়ে ৬ ইঞ্চি করে রোববার সকালে খুলে দেয়া হবে।শনিবার দিনগত রাত ১০টায় পানি ছাড়ার কথা থাকলেও স্পিলওয়ে খোলার সিদ্ধান্তে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ।কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের শনিবার দিনগত রাত পৌনে ১১টায় এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, রোববার সকালে প্রাথমিকভাবে ১৬টি স্পীলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দেয়া হবে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি অনুৎপাদন ব্যয়ে যাবে। যদি প্রয়োজন দেখা দেয় ৪/৫ ঘণ্টা পর স্পীলওয়েগুলো ১ ফুট খুলে দেয়া হবে। ১ ফুট পানি নিস্কাশন করা হলে, প্রতি সেকেন্ডে ১৮ হাজার কিউসেক পানি অনুৎপাদন ব্যয় হিসেবে গণ্য।বর্তমান বিদ্যুৎ কেন্দ্রটির ৫ ইউনিটে মোট উৎপাদন ২২০ মেগাওয়াট। প্রকল্প বাঁধের ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। হ্রদে পানির স্তর ১০৮ এমএসএল।কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যবস্থাপক ভাটি অঞ্চলে ক্ষয়ক্ষতি বিষয়ে বলেন, বাঁধের নিরাপত্তায় ১৬ টি স্পীলওয়ে ১ ফুট করে খুলে দিয়ে হ্রদের পানি নিস্কাশন করলে চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়াস্থ গুমাই বিল তলিয়ে যাবে। এছাড়া চট্টগ্রাম জেলার কোন ক্ষতি হবে না।