শিক্ষা-চাকরি
সবচেয়ে দামি লাইটার
বিশ্বের সবচেয়ে দামি লাইটারের খোঁজ মিলেছে। ফ্রান্সের শৌখিন দ্রব্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসটি দুপন্ত এই গ্যাস লাইটারটি তৈরি করেছে। হংকংয়ের এক শৌখিন ধনকুবেরের জন্য এটি তৈরি করা হয়েছে। লাইটারটিতে চারশ’ গ্রাম খাঁটি স্বর্ণ ও অন্তত ১৫২টি নীলকান্তমণি ব্যবহার করা হয়েছে। লাইটারটির নাম দেওয়া হয়েছে লুইস ত্রয়োদশ ডি পারমে। লাইটারটির দাম একটি ফেরারি গাড়ির চেয়েও বেশি। লাইটারটি দিয়ে সহজেই সিগারেট ধরানো যায়।আবার আকৃতিতে ছোট হওয়ায় এটি সহজেই বহনযোগ্য। সম্প্রতি এটির দাম ওঠে ৭৯ হাজার চারশ’ ৬১ ইউরো। লাইটারটির পাশাপাশি এসটি দুপন্ত অন্তত আরও ৩১টি লাইটার তৈরি করেছে। তবে এগুলোর ক্রেতাদের নাম প্রকাশ করা হয়নি। অডিটি সেন্ট্রাল অবলম্বনে |