৮ সপ্তাহের বিশ্রামে কামিন্স
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলেছেন প্যাট কামিন্স। গত মাসে শেষ হওয়া এই টুর্নামেন্টে খেলা অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক আট সপ্তাহের জন্য বিশ্রামে যাচ্ছেন। অস্ট্রেলিয়া দলের হয়ে ইংল্যান্ডে সাদা বলের সিরিজ খেলতে যাবেন না তিনি। হঠাৎ করে কেন লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছেন কামিন্স? চোটটোট কিছু নেই, তার বিশ্রামে যাওয়ার উদ্দেশ্য একটাই- আগামী নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নিজেকে সতেজ রাখা।ঘরের মাঠে ভারতের কাছে টানা দুটি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হেরেছে অস্ট্রেলিয়া। ২০১৮-১৯ ও ২০২০-২১ সালে সিরিজ হারা অস্ট্রেলিয়া এবার আর যেকোনো মূল্যেই জিততে চায় এই সিরিজ। আর মহাগুরুত্বপূর্ণ সেই সিরিজের আগে নিজেকে পুরো ফিট আর সতেজ হিসেবে মাঠে চান কামিন্স।ঘরের মাঠে ভারতের কাছে টানা দুটি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হেরেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ভারতের কাছে টানা দুটি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হেরেছে অস্ট্রেলিয়া।ফক্স স্পোর্টসকে নিজের বিশ্রামে যাওয়ার বিষয় নিয়ে কামিন্স বলেছেন, ‘বিশ্রাম কাটিয়ে ফেরা সবাই-ই একটু সতেজ থাকে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না।’ কামিন্স এরপর যোগ করেন, ‘প্রায় ১৮ মাস আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে আমি টানা বোলিং করে যাচ্ছি। তাই শরীরকে ঠিক অবস্থায় ফিরিয়ে আনতে সাত থেকে আট সপ্তাহের জন্য বোলিং থেকে সম্পূর্ণ বিশ্রাম আমার জন্যই ভালোই হবে।’এই বিশ্রামটা কীভাবে কাজে লাগবে, সেই ব্যাখ্যাও দিয়েছেন কামিন্স, ‘এর (বিশ্রামের) মানে এটাই যে আপনি একটু বেশি লম্বা সময় ধরে বোলিং করতে পারবেন। গতি নিয়ন্ত্রণ করতে সহজ হবে এবং এটা আপনার চোটের ঝুঁকি কমাবে।’অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে কামিন্সের সময়টা ভালোই যাচ্ছে। অধিনায়ক হওয়ার পর তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। এ ছাড়া দলের একজন সদস্য হিসেবে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এখন পর্যন্ত বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতা হয়নি কামিন্সের। এবার অধরা সেই ট্রফিটিও পেতে চাইছেন তিনি। আগামী মাসে ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়া দলের তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলার কথা রয়েছে।